ববিতা সরকারকে ১০ দিনের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ


রবিবার,২৬/০৬/২০২২
550

কলকাতা হাইকোর্ট, SSC দুর্নীতি মামলায় শিলিগুড়ির SSC পরীক্ষার্থী ববিতা সরকারকে ১০ দিনের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে।রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার জায়গায় তাকে নিয়োগ করতে বলা হয়েছে । অঙ্কিতা বেআইনি ভাবে স্কুলে চাকরি পেয়েছেন, ববিতাই এই অভিযোগ করে সোচ্চার হয়েছিলেন । শুধু তাই নয়, মন্ত্রীকন্যার চাকরিতে যোগ দেওয়ার দিনকেই ববিতার চাকরি পাওয়ার দিন হিসাবে ধরে নিতে বলা হয়েছে। ফলে ওই দিন থেকে তাঁর প্রাপ্য সুযোগ সুবিধা দিতে হবে বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল নির্দেশ দেন।

এসএসসিকে নির্দেশ দেওয়া হয় যে, ২৭ জুনের মধ্যে ববিতা সরকারকে সুপারিশপত্র দিতে হবে। ২৮ জুনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে সেই সুপারিশপত্র পাঠাতে হবে। ৩০ জুনের মধ্যে পর্ষদকে নিয়োগপত্র দিতে হবে। হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। ১০ দিনের মধ্যে সুদ সমেত মন্ত্রীকন্যার টাকা ববিতাকে দিতে হবে। কারণ, তিনিই চাকরি পাওয়ার যোগ্য ছিলেন। অঙ্কিতার জন্য তাঁর নাম বাদ পড়েছিল। অঙ্কিতার আইনজীবীকে টাকা জরিমানা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ১৫ দিনের মধ্যে ওই টাকাও দিতে হবে ববিতাকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট