ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে T20 ম্যাচের সিরিজ আজ ডাবলিনে শুরু হচ্ছে। খেলা শুরু হবে রাত নটায়। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয়টি হবে মঙ্গলবার। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক হিসেবে গুজরাত টাইটান্সকে IPL জেতানোর পর প্রথমবার পান্ডিয়া জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন। সহঅধিনায়ক ভুবনেশ্বর কুমার। বিরাট কোহলি, রোহিত শর্মাসহ একাধিক সিনিয়র ক্রিকেটার ইংল্যান্ডে বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় তরুণদের ক্রিকেটারদের সামনে এই সিরিজে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ থাকছে। ভারতীয় দলের কোচ ভি.ভি.এস লক্ষণ। BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি মাঠে উপস্থিত থাকবেন।
ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে T20 ম্যাচের সিরিজ আজ
রবিবার,২৬/০৬/২০২২
484