অগ্নিপথ একটা ভাওতা: ফিরহাদ হাকিম


মঙ্গলবার,২১/০৬/২০২২
507

ত্রিপুরা থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিধানসভায় মুখ্যমন্ত্রীর অগ্নীপথ নিয়ে মন্তব্য প্রসঙ্গে বলেন, অগ্নিপথ একটা ভাওতা যেখানে দলীয় কাজে লাগানোর জন্য একটা স্কিম তৈরি করেছে সরকার যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের নিয়ে ছেলেখেলা হচ্ছে এবং এই শট সার্ভিসে কোন ডেডিকেশন থাকে না আর্মিরা ডেডিকেটেড হয়ে যায় যখন বর্ডারে গুলি চলাচল হয় তারা প্রাণ দেয় আমার চাকরির নিশ্চয়তা নেই চার বছর বাদে আমার ফ্যামিলিকে কেউ দেখবে না সে কোথা থেকে দেবে সে তো বিজেপির ক্যাডারই হবে তার কারণ আর্মিদের দেখার কাজ সরকারের আর সরকারের বা দেশের জন্য লড়াই করে তারা সুতরাং শর্ট সার্ভিস কমিশন আমি বুঝতে পারতাম আর্মি চার বছরের জন্য এটা কি খেলা হচ্ছে অগ্নিপথ এটা চাকরি তো না এটা ইমোশন দেশের প্রতি তার যদি সিকিউরিটি অফ জব না আসে তোর বাড়ির লোকের যদি সিকিউরিটি না থাকে তাহলে ইমোশনটা আসবে কি করে দেশের জন্য লড়াই করার।

ত্রিপুরার পরিস্থিতি নিয়ে তিনি জানান, ত্রিপুরায় বিজেপি যেরকম অত্যাচার করে করবে কিন্তু আমরা ভয় পাই না যত ওরা মারবে তা তো আমরা শক্তিশালী হব আমরা ৩৪ বছর সিপিএম এর মার খেয়ে বড় হয়েছি শক্তিশালী হয়েছি সিপিএমকে তাড়িয়েছি বিজেপি যত মারবে তত আমরা ত্রিপুরা বা অন্যান্য রাজ্যে শক্তিশালী হব।

পশ্চিমবঙ্গ দিবসে বিজেপির সংহতি মিছিল নিয়ে তিনি বলেন, বিজেপির এখানে কোন স্থান নেই বিজেপি নিজের সংগঠনই রাখতে পারছে না তো সংহতি দিবস আমাদের এমনি সংহতি আছে বাংলায় বাংলার মানুষের কৃষ্টি সংস্কৃতি হলো সংহতি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট