অগ্নিপথ- এর বিরোধিতায় আজকের ভারত বনধে দক্ষিণ ২৪ পরগনা জেলায় কোন প্রভাব পড়েনি। আজ সকাল থেকে জেলার পরিবহন ব্যবস্থা সচল আছে। বাস, ট্রেন ও ফেরি চলাচল করছে প্রতিদিনের মতো। আজ থেকে খুলছে বেশ কিছু ইংরেজি মাধ্যম স্কুল। স্কুলগুলিতে চলছে পঠনপাঠন। খোলা আছে বাজার, হাট। অগ্নিপথ- এর বিরোধিতায় আজকের ভারত বনধের অশান্তি এড়াতে,হাওড়া, শিয়ালদহ স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি ষ্টেশনের বাইরে, হাওড়া ব্রীজ, বিভিন্ন রাস্তায়,বাস ষ্ট্যান্ডে পুলিশ মোতায়েন করা হযেছে।
অগ্নিপথ- এর বিরোধিতায় ভারত বনধের অশান্তি এড়াতে পুলিশ মোতায়েন
সোমবার,২০/০৬/২০২২
448