রাজ্য সরকার স্কচ স্টেট অব গভর্ন্যান্স রিপোর্ট- ২১- এ বন ও পরিবেশ বিভাগে পুরস্কৃত হয়েছে। গত শনিবার দিল্লিতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পুরস্কার গ্রহণ করেছেন পরিবহন দফতরের সচিব রাজেশ কুমার সিনহা। উল্লেখ্য, রাজ্যের শিল্প, অর্থ এবং নারী ও শিশু কল্যাণ দফতর আগেই স্কচ পুরস্কার জিতেছে। সম্প্রতি, শিক্ষা বিভাগেও দেশের মধ্যে সেরা স্থান অর্জন করে স্কচ পুরস্কার জয় করেছে এ রাজ্য। এর আগে ২০২১ সালে পর্যটন এবং ২০১৯ সালে গর্ভবতীদের প্রতীক্ষালয় বিভাগে স্কচ পুরস্কার জয় করেছিল রাজ্য।
বন ও পরিবেশ বিভাগে পুরস্কৃত হয়েছে রাজ্য সরকার
সোমবার,২০/০৬/২০২২
466