মুর্শিদাবাদের ফারাক্কা এনটিপিসি প্লান্টে কর্মরত এক সিআইএসএফ জওয়ান নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। বছর ৪৮ এর হেড কনস্টেবল রামকুমার সিং, এনটিপিসির টি টি বি আবাসনে থাকতেন। গতরাতে ২ নম্বর গেটে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। ভোর চারটে নাগাদ আচমকাই সার্ভিস রিভলবার কপালে ঠেকিয়ে গুলি চালিয়েদেন রামকুমার। পুলিশ, ময়নাতদন্তের জন্য দেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। বিহারের বেগুসরাই জেলার বারোয়ানি গ্রামের বাসিন্দা ওই সিআইএসএফ জওয়ানের পরিবার সূত্রে খবর,দেশের বাড়িতে দেড় মাস ছুটি কাটিয়ে ২৭ মে কাজে যোগ দিয়েছিলেন তিনি। তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। ওষুধও খাচ্ছিলেন।
জওয়ান নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা
রবিবার,১৯/০৬/২০২২
812