কলকাতা-সহ রাজ্যের দুই জেলায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাত হবে। হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বৃষ্টিপাতের জেরে সাময়িক ভাবে বাধাপ্রাপ্ত হতে পারে কলকাতা শহরের যান চলাচল। সাধারণ মানুষকে ঝড়বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।জেনে রাখা দরকার ইতিমধ্যেই বিহার এবং ওড়িশাতে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার বাকি অংশ এবং উত্তরপ্রদেশে ঢুকে পড়বে বর্ষা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। পার্বত্য এলাকায় ধ্বস নামার আশঙ্কা রয়েছে। তিস্তা তোর্সা সহ সব নদীর জল স্তর বাড়বে বলে সতর্কতা জারি হয়েছে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কাও আছে৷ আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে সূত্রের খবর।
কিছুক্ষণ পর কলকাতা-সহ দুই জেলায় ধেঁয়ে আসছে ঝড়-বৃষ্টি
শুক্রবার,১৭/০৬/২০২২
488