তৃনমূল কংগ্রেস একশো দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। দলের লোকসভার প্রবীন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশ সদস্যের এক প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে কৃষি ভবনে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে দেখা করে, এই প্রকল্পে গত পাঁচ মাস ধরে রাজ্যের বকেয়া সাত হাজার ১৩০ কোটি টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে,একটি স্মারকলিপি তুলে দেন। নিয়ম অনুযায়ী পনেরো দিনের মধ্যে প্রকল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের মজুরি মিটিয়ে দেওয়ার কথা বলা হলেও দীর্ঘদিন সেই অর্থ না মেলায় তারা অত্যন্ত দূর্দশার মধ্যে রয়েছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে প্রকল্পের বকেয়া অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছিলেন তার প্রতিলিপিও মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
রাজ্যের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি
শুক্রবার,১৭/০৬/২০২২
341