নদীয়ার মায়াপুর ইসকনের রাজাপুর জগন্নাথ মন্দিরে আজ প্রাচীন রীতি নীতি মেনে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। করোনা কালে গত দু’বছরের তুলনায় এবার স্নানযাত্রা উৎসবে ভিড় ছিল চোখে পড়ার মত। সেখানে পুণ্যার্থীদের ঢল নামে। অন্যদিকে, সকাল থেকে আগত দেশ ও বিদেশের অগণিত পূণ্যার্থীরা যথারীতি শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে পবিত্র গঙ্গা জলে স্নান পর্বের অনুষ্ঠানে যোগদান করেন। এই উপলক্ষে বিশেষ পুজো পাঠ সহ নাম সংকীর্তন চলে।
রীতি নীতি মেনে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা
মঙ্গলবার,১৪/০৬/২০২২
787