ভারত AFC এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ B’তে ফিলিপিন্স তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করায় ভারতের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ রাতে যোগ্যতা নির্ণায়ক পর্বে গ্রুপ লীগের শেষ ম্যাচে ভারত,হংকং এর মুখোমুখি হবে। এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন গ্রুপ D’তে দু ম্যাচে ছয় পয়েন্ট পাওয়ায় ভারত মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। উল্লেখ্য, ছয়টি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলবে। দ্বিতীয় স্থানে শেষ করা সেরা পাঁচটি দল মূল পর্বে খেলার ছাড়পত্র পাবে। ভারত এই নিয়ে পঞ্চমবার AFC এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছলো।
AFC এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে ভারত
মঙ্গলবার,১৪/০৬/২০২২
554