তিনদিনের মধ্যে ভবানীপুরের জোড়া খুনের কিনারা করল কলকাতা পুলিশ। গত সোমবার বাড়ির মধ্যেই খুন হন বছর ষাটেকের ব্যবসায়ী অশোক শাহ ও তাঁর ৫৫ বছরের স্ত্রী রশ্মিতা। পুলিশ কমিশনার বিনীত গোয়েল, গতকাল এক সাংবাদিক সম্মেলনে জানান, খুনের মূলচক্রী শাহ দম্পত্তির খুবই পরিচিত । তবে, তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করেননি বিনীত গোয়েল। ধৃত সুবোধ সিং, যতীন মেহেতা ও রত্নাকর নাথকে আলিপুর আদালত, ২২-শে জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে। সুবোধই প্রথম অশোক শাহাকে ছুরি দিয়ে কুপিয়েছিল।ধার নেওয়া টাকা শোধ করা নিয়ে ঝামেলার জেরেই খুনের ছক কষা হয় বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। মূল চক্রীর খোঁজে তল্লাশি চলেছে।
তিনদিনের মধ্যে ভবানীপুরের জোড়া খুনের কিনারা করল কলকাতা পুলিশ
শুক্রবার,১০/০৬/২০২২
2015