ভারত ও দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি – টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়। চোট সমস্যার জন্য ভারতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুল এই সিরিজে খেলতে পারবেন না। সহ অধিনায়ক ঋষভ পন্থ দলের নেতৃত্ব দেবেন। সহ অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। চোটের কারণে কুলদীপ যাদব সিরিজে নেই।বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরা, মহম্মদ শামির মতো সিনিয়রদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এ পর্যন্ত টি – টোয়েন্টি ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা ১৫ বার সাক্ষাৎ হয়েছে। ভারত ৯ বার এবং দক্ষিণ আফ্রিকা ৬ বার জয়ী হয়েছে।
ভারত ও দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি – টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ
বৃহস্পতিবার,০৯/০৬/২০২২
420