রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ব রেল হাওড়া – পাটনা এবং কলকাতা- Samastipur এর মধ্যে দুটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ০৩০২৩ হাওড়া- পাটনা এক্সামিনেশন স্পেশাল হাওড়া থেকে আগামী ১০, ১৩ এবং ১৭ জুন দুপুর ১ টা ৫০ মিনিটে ছেড়ে ওই দিন রাত ১১ টা ২৫ মিনিটে পাটনায় পৌঁছাবে। এবং ফিরতি পথে ০৩০২৪ পাটনা – হাওড়া এক্সামিনেশন স্পেশাল পাটনা থেকে আগামী ১১, ১৪ এবং ১৮ জুন দুপুর ৩ টে ছেড়ে পরদিন রাত সাড়ে ১২ টায় হাওড়া পৌঁছাবে। যাতায়াতের পথে উভয় দিকে পূর্ব রেলের আওতাভুক্ত ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল চিত্তরঞ্জন, মধুপুর এবং Jasidih স্টেশনে থামবে। অন্যদিকে, ০৩১৫৫ কলকাতা- Samastipur এক্সামিনেশন স্পেশাল আগামী ১০, ১৪ ও ১৭ ই জুন রাত ১০ টা ২৫ মিনিটে কলকাতা ছেড়ে পরদিন সকাল সাড়ে ১১ টায় Samastipur পৌঁছাবে। এবং ফিরতি পথে ০৩১৫৬ Samastipur – কলকাতা এক্সামিনেশন স্পেশাল আগামী ১১, ১৫ ১৮ জুন দুপুর দেড়টায় Samastipur ছেড়ে পরদিন রাত ১২ টা ১০ এ কলকাতায় পৌঁছাবে। যাত্রা পথের উভ য় দিকে পূর্ব রেলের আওতাভুক্ত নৈহাটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল চিত্তরঞ্জন, মধুপুর, Jasidih স্টেশনে থামবে। ট্রেন গুলিতে সংরক্ষিত ও অসংরক্ষিত কামরা থাকলে, ততকাল কোটা এবং কোন বুকিং-এ ছাড় গ্রহণযোগ্য নয় বলে রেল সূত্রের খবর।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ব রেল
বুধবার,০৮/০৬/২০২২
444