রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, আজ থেকে ৬ই জুন উত্তর প্রদেশ সফর করবেন। সফরকালে ৩রা জুন রাষ্ট্রপতি তাঁর নিজের গ্রাম কানপুর দেহাতের পারাউখে এক জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি চৌঠা জুন কানপুরে মার্চেন্ট চেম্বার অফ উত্তর প্রদেশের ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। ওই দিন তিনি গোরখপুরের গীতাপ্রেসের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। শ্রী কোভিন্দ ৫ই জুন মাঘরে সন্ত কবির দাসকে শ্রদ্ধা জানাবেন এবং সন্তকবির অ্যাকাডেমি এন্ড রিসার্চ সেন্টার ও স্বদেশ দর্শন যোজনার উদ্বোধন করবেন । সফরের শেষ দিন অর্থাৎ ৬ই জুন তিনি উত্তর প্রদেশ বিধান মন্ডলে উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।
রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, আজ থেকে ৬ই জুন উত্তর প্রদেশ সফর
শুক্রবার,০৩/০৬/২০২২
467