পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের সিভিল সার্ভিসের চাকরির প্রতি আগ্রহ বাড়াতে WBCS এবং IAS প্রশিক্ষণ দেওয়া শুরু করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আজ বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবনে প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করেন, পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক ডাঃ রশ্মি কোমল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজীপ্রতিম বসু। অনুষ্ঠানে সম্প্রতি UPSC পরীক্ষায় ৯৪তম স্থান অর্জনকারী, মেদিনীপুর জেলার ইন্দ্রাশীষ দত্তকে, বিশ্ববিদ্যালয় এবং জেলাপ্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়।
WBCS এবং IAS প্রশিক্ষণ দেওয়া শুরু করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
বৃহস্পতিবার,০২/০৬/২০২২
592