বাঁকুড়া জেলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান : মমতা বন্দ্যোপাধ্যায়


বুধবার,০১/০৬/২০২২
767

বাঁকুড়া জেলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান। এ মাটির ঐতিহ্য বাংলার প্রাণের স্পন্দন।এ মাটির বর্ণে-গন্ধে-ছন্দে তৃণমূল।এ মাটির কর্মীরা মাথা উঁচু করে লড়াই করে।অন্যায়ের সঙ্গে আপোষ না করে বিভাজনকারী শক্তি বিরুদ্ধে লড়াই করে এ মাটিই রুখে দিয়েছে সাম্প্রদায়িকতার বিষবাস্প। ধামসা-মাদলের তালে বাংলার প্রাণ ভরিয়ে রেখেছে সুন্দরী বাঁকুড়া। সব ধর্ম, সব বর্ণ , সব জাতির এ মিলন ক্ষেত্রে বিভাজনের ঠাঁই নেই, এ মাটির হৃদয়ে উন্নয়ন। কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতি, লাগাতার মূল্যবৃদ্ধি এবং বঞ্চনা সত্ত্বেও এ মাটি দাঁতে দাঁত চেপে আত্মমর্যাদার সঙ্গে লড়াই করে নিজের অধিকার ছিনিয়ে নেবে। তৃণমূল স্তরের কর্মীরাই এ মাটির সম্ভ্রম বাঁচাবে। প্রতিবাদ-প্রতিরোধের মশাল হৃদয়ে জ্বেলে আগামীদিন দেশকে পথ দেখাব আমরাই। বাঁকুড়ার মা-ভাই-বোনেদের লড়াকু মানসিকতা বাংলার প্রাণ শক্তি। আজকের কর্মী সম্মেলনে মা-মাটি-মানুষের উচ্ছ্বাস, মঙ্গলধ্বনিতে মুখরিত হয়েছে বাঁকুড়ার মাটি। এ মাটি বাংলাকে পথ চেনাবে, দেশকে পথ দেখাবে।- বক্তা : মমতা বন্দ্যোপাধ্যায়

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট