ভিড় সামলাতে দিঘায় বিশেষ ট্রেন


শনিবার,২৮/০৫/২০২২
10106

দিঘার ভিড় সামলাতে প্রত্যেক সপ্তাহে শনি ও রবিবার এক জোড়া করে বিশেষ ট্রেন সাঁতরাগাছি থেকে দিঘার মধ্যে চলবে। আগামী কাল থেকে ১০বজুলাই পর্যন্ত দিঘায় এই বিশেষ ট্রেন চলবে বলেই সূত্রের খবর । জেনে রাখা দরকার প্রতি শনিবার সাঁতরাগাছি – দিঘা স্পেশাল সাঁতরাগাছি থেকে সকাল ৯-১০ মিনিট ছেড়ে দুপুর ১২-৪৫ মিনিটে দিঘা পৌঁছাবে। অন্যদিকে দিঘা থেকে ফেরার ট্রেন দুপুর ১-১০ মিনিটে ছেড়ে সাঁতরাগাছি গিয়ে পৌঁছাবে বিকেল ৪-৫০ মিনিটে।রবিবার দিঘার স্পেশাল ট্রেন সাঁতরাগাছি থেকে ৮-১০ মিনিটে ছেড়ে বেলা ১১-৫৫ মিনিটে দিঘা পৌঁছাবে।ফেরার পথে দিঘা থেকে ট্রেন ছাড়বে ১-১০ মিনিটে ছাত্রাবাসটির এসে পৌঁছাবে বিকেল ৪-৫০ মিনিটে। দিঘা স্পেশাল ট্রেন দুটি অসংরক্ষিত কামরায় থাকছে বলে সূত্রের খবর ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট