উত্তর ২৪ পরগণার বনগাঁর পেট্রাপোলে ভারত- বাংলাদেশ সীমান্তের কাছ থেকে পুলিশ, প্রায় ৬’কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে। বেনাপোল থেকে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে, ১১ কেজি ৬২ গ্রাম ওজনের ৭০টি সোনার বিস্কুট ও তিনটি বার বাজেয়াপ্ত করা হয়। ট্রাক চালক রাজ মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পেট্রাপোলেরই জয়ন্তীপুর এলাকায় একটি মোটোরসাইকেল থেকে গতকাল উদ্ধার হয়, চারটি সোনার বিস্কুট। গ্রেপ্তার হয়, মারুর মন্ডল নামে বাইকচালক।
প্রায় ৬’কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার
মঙ্গলবার,২৪/০৫/২০২২
976