তামিলনাড়ুর উত্তরাংশে তেনপেন্নাইয়ার নদী তীরবর্তী পাঁচটি জেলায় বন্যা সতর্কবার্তা জারি হয়েছে। কৃষ্ণাগিরি অঞ্চলে কিছুদিন ধরেই টানা বৃষ্টি হয়ে চলেছে। এর ফলে বাঁধে সর্বোচ্চ ৫২ ফুট উচ্চতা ছাপিয়ে জল বইছে। বাঁধের উপচে পড়া জল তেনপেন্নাইয়ার নদীতে গিয়ে পড়ায়, কৃষ্ণাগিরি ছাড়াও নদী তীরবর্তী ধর্মপুরী, তিরুভান্নামালাই, বিল্লুপুরম এবং কুদ্দালোরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নদী তীরবর্তী পাঁচটি জেলায় বন্যা সতর্কবার্তা জারি
শুক্রবার,২০/০৫/২০২২
477