তদন্তে CBI আজ আর জে ডি প্রধান লালু প্রসাদ


শুক্রবার,২০/০৫/২০২২
341

জমির বিনিময় রেলে চাকরি দেবার কেলেঙ্কারির তদন্তে সি বি আই আজ আর জে ডি প্রধান লালু প্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ী দেবী, তাঁদের মেয়ে, রাজ্যসভার সাংসদ মিশা ভারতী এবং পরিবারের অন্যান্য সদস্যদের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে। পাটনা, গোপালগঞ্জ ও দিল্লিতে এই তল্লাশি চলে। বিহারের প্রাক্তণ মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর পাটনার সরকারী বাসভবনে , সি বি আই এর দল আজ সকালেই পৌঁছে যায়। এই কেলেঙ্কারির ব্যাপারে তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট