বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সে দেশের ২৫ সদস্যের এক প্রতিনিধি দল গতকাল মেঘালয়ে


মঙ্গলবার,১০/০৫/২০২২
1434

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সে দেশের ২৫ সদস্যের এক প্রতিনিধি দল গতকাল মেঘালয়ে এসে পৌঁছেছেন। তাঁদের মেঘালয়ের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা স্বাগত জানান। এই প্রতিনিধি দলে ১৮ জন মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন পেশায় যুক্ত মানুষ রয়েছেন। ৭১ –এর যুদ্ধে যে সব ভারতীয় সাহসী যোদ্ধারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে এই সফর। ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে এধরণের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট