মহারাষ্ট্রর মুম্বাই ও সংলগ্ন জেলাগুলিতে ২৯টি জায়গায় গতকাল তল্লাশি NIA এর


মঙ্গলবার,১০/০৫/২০২২
263

জাতীয় তদন্তকারী সংস্থা NIA মহারাষ্ট্রর মুম্বাই ও সংলগ্ন জেলাগুলিতে ২৯টি জায়গায় গতকাল তল্লাশি চালিয়েছে। পলাতক জঙ্গি দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ বলে সন্দেহভাজনের তালিকায় থাকা হাজি আনিস, ছোটা শাকিল, জাভেদ প্যাটেল ও টাইগার মেমনের মতো জঙ্গিদের বাড়িতে এই অভিযান চলে। NIA এর ধারণা করছে লস্কর-ই-তৈবা, জইশ – ই- মোহাম্মেদ, আল-কায়দা জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে একযোগে দাউদের লোকেরা অস্ত্র চোরাচালান, মাদক পাচার, অর্থ তছরূপ ও জাল টাকা ছড়িয়ে দেবার মতো কাজগুলি করে। তল্লাশির সময় এনআইএ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, রিয়েল এস্টেটে বিনিয়োগের কাগজ, নগদ টাকা ও আগ্নেয়াস্ত্রসহ নানা আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করেছে। আরো তল্লাশি অভিযান চালানো হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট