বেআইনিভাবে গাড়িতে লাল বাতি,নীল বাতি ব্যবহার করা নিয়ে রাজ্য পরিবহণ দপ্তর ইতিমধ্যেই নোটিশ জারি করেছে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। পুরভবনে গতকাল ফিরহাদ হাকিম বলেন মুখ্যমন্ত্রী নিজেও বেআইনিভাবে কাউকে গাড়িতে লাল বাতি নীল বাতি ব্যবহার না করার কথা বলেছেন। বেআইনিভাবে লাল বাতি নীল বাতি লাগানো গাড়ি চিহ্নিত করে সেই সব গাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পরিবহন মন্ত্রী জানিয়েছেন।
লাল বাতি,নীল বাতি ব্যবহার করা নিয়ে নোটিশ জারি
সোমবার,০২/০৫/২০২২
686