স্বাস্থ্য বীমার আওতায় থাকা রাজ্য সরকারী কর্মচারীদের ‘ক্যাশলেস’ চিকিৎসার উর্দ্ধসীমা বেড়ে হচ্ছে দেড় লক্ষ টাকা। এতোদিন তাঁরা পেতেন, এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা। আজ থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়েছে। তবে সব বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে না, শুধুমাত্র সরকারি স্বাস্থ্যবিমার আওতায় থাকা বেসরকারি হাসপাতালেই তা’ মিলবে। এছাড়া, চিকিৎসার সময় দেড় লক্ষ টাকার বেশি দরকার হলে, সেই অর্থ প্রথমে নিজেকেই দিতে হবে। পরে হাসপাতালের বিল দপ্তরে জমা দিলে, রিএম্বার্সমেন্ট দেওয়া হবে। এখনও পর্যন্ত যেসব কর্মী ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ অর্থাৎ স্বাস্থ্যবীমায় নাম নথিভুক্ত করাননি, তাঁরা তা’ করিয়ে নিতে পারবেন। স্বাস্থ্যবীমার সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা’ও রয়েছে ৩০ জুন পর্যন্ত।
‘ক্যাশলেস’ চিকিৎসার উর্দ্ধসীমা বেড়ে হচ্ছে দেড় লক্ষ টাকা
রবিবার,০১/০৫/২০২২
662