তৃনমূল কংগ্রেস আবার নতুন করে লড়াই শুরু করেছে: রাজীব বন্ধ্যোপাধ্যায়


শুক্রবার,২৯/০৪/২০২২
1997

বিক্রম কর্মকার, ত্রিপুরা: শুক্রবার আগরতলার একটি বেসরকারি হোটেলে তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রাজীব বন্ধ্যোপাধ্যায়,ত্রিপুরা প্রদেশ তৃনমূল রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক,তৃনমূল নেত্রী পান্না দেব সহ অন্যান্যরা।

এদিন তৃনমূল নেতা রাজীব বন্ধ্যোপাধ্যায় বলেন যে, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের আজ কমিটি ঘোষিত হয়েছে। ত্রিপুরা প্রদেশ তৃনমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন সুবল ভৌমিক, কমিটির মেম্বার হচ্ছেন সুস্মিতা দেব,ঘোর কমিটির মেম্বার হচ্ছেন আশীষ দাস,বিভুরাম রিয়াং,আশীষ লাল সিং,মামন খান,স্টেট ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন প্রকাশ চন্দ্র দাস,ইদ্রিস মিয়া,ত্রিদিব দত্ত সহ অন্যান্যরা।রাজীব বন্ধ্যোপাধ্যায় আরো বলেন,পশ্চিমবঙ্গে যেভাবে একের পর এক উন্নয়ন চলছে,একের পর এক সামাজিক প্রকল্প চলছে,সে সমস্ত প্রকল্পের মাধ্যমে যাতে ত্রিপুরাবাসীকে ও তৃণমূল কংগ্রেস একটা সুন্দর সরকার উপহার দিতে পারে তারজন্য নিশ্চিতভাবে আজ থেকে তৃনমূল কংগ্রেস আবার নতুন করে লড়াই শুরু করেছেন বলে জানান তৃণমূল নেতা রাজীব বন্ধ্যোপাধ্যায়।

https://youtu.be/f7MVSUOZNjs

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট