কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। টানা চার ম্যাচ হেরে নাইট রাইডার্স কঠিন পরিস্থিতির সম্মুখীন। আট ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে কলকাতার দল লীগ টেবিলের অষ্টম স্থানে আছে। সপ্তম স্থানে থাকা দিল্লির সাত ম্যাচে পয়েন্ট ছয়। গুজরাত টাইটান্স গতকাল পাঁচ উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। গুজরাত জয়ের জন্য ১৯৬ রানের লক্ষ্য নিয়ে ইনিংস শুরু করে পাঁচ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। ঋদ্ধিমান সাহা ৬৮ রান করেন। সানরাইজার্স এর উমরান মালিক পাঁচটি উইকেট নিয়েছেন, তিনি ম্যাচের সেরা হয়েছেন। প্রথমে ব্যাট করে সানরাইজার্স নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে করেছিল ১৯৫ রান। গুজরাত টাইটান্স আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লীগ শীর্ষে রয়েছে।
আজ আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স
বৃহস্পতিবার,২৮/০৪/২০২২
2342