কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তীব্র অস্বস্তিকর গরমে, মানুষজনে হাঁসফাঁস করছেন। উত্তর-পশ্চিম দিক থেকে বইতে থাকা শুষ্ক গরম বাতাসের প্রভাবে আজও বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল এবং শনিবার, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা।হুগলীতে গতকাল’ও তীব্র তাপপ্রবাহ অনুভূত হয়। মগরার তাপমাত্রা ছিল-৪২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭ দশমিক ৩ ডিগ্রি বেশী। আসানসোলে গতকাল তাপমাত্রা ছিল- ৪৩ দশমিক ৫ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ৬ দশমিক ৩ ডিগ্রি ওপরে। পুরুলিয়ায় ছিল-৪৩ দশমিক এক ডিগ্রি, স্বাভাবিকের ৫ দশমিক ৫ ডিগ্রি বেশী। মুর্শিদাবাদে তাপমাত্রা ছিল-৪২ ডিগ্রি, যা স্বাভাবিকের ৫ দশমিক ৩ ডিগ্রি বেশী।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে-২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা তিন ডিগ্রি ওপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল- ৩৭ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় ২’ডিগ্রি বেশী। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢোকার কারণে, পয়লা মে থেকে তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তীব্র অস্বস্তিকর গরমে হাঁসফাঁস
বৃহস্পতিবার,২৮/০৪/২০২২
569