আগামী ২১শে মে থেকে রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হচ্ছে। ওই কর্মসূচি চলবে ৩১মে পর্যন্ত। নবান্ন সভাঘরে আজ প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি জানান, এই ১০ দিন বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য ফের আবেদন জমা নেওয়া হবে। ১লা জুন থেকে ৬ই জুন পর্যন্ত আবেদনপত্রগুলি খতিয়ে দেখে তা মঞ্জুর করা হবে। সেই সঙ্গে ৫ই মে থেকে কুড়ি মে চলবে পাড়ায় সমাধান কর্মসূচি। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার প্রকল্প যতদিন চলবে, তত দিন খুব প্রয়োজন ছাড়া সরকারি কর্মীরা ছুটি পাবেন না। রবিবার এবং অন্য সরকারি ছুটির দিন শিবির বন্ধ থাকবে।
আগামী ২১শে মে থেকে রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি
বুধবার,২৭/০৪/২০২২
712