কোভিড সংক্রমণ আবারো ঊর্ধ্বমুখী, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মোদী


মঙ্গলবার,২৬/০৪/২০২২
707

দেশের বিভিন্ন অংশে কোভিড সংক্রমণ আবারো ঊর্ধ্বমুখী হওয়ায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামীকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। ওই বৈঠকে, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া, বৈঠকে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ’ও কোভিড পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীদের সামনে, বিভিন্ন তথ্য তুলে ধরবেন। পশ্চিমবঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে পারেন ব’লে জানা গেছে। তাঁর সঙ্গে থাকতে পারেন, মুখ্যসচিব এবং স্বাস্থ্য সচিবও।

দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘন্টায় নতুন ক’রে আক্রান্ত হয়েছেন- ২’হাজার ৪৮৪ জন, আগের দিনের তুলনায় যা, ২’দশমিক ২’শতাংশ কম। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ২’হাজার ৫৪১। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন-এক হাজার ৯৭০ জন। ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা একলাফে অনেকটাই বেড়ে এক হাজার ৩৯৯-এ দাঁড়িয়েছে। তবে, কেরালা ও অসমে আগেকার মৃত্যুর হিসেব সংশোধন করার ফলেই, মৃতের সংখ্যার এই ঊর্ধ্বগতি বলে জানা গেছে। গতকাল মৃত্যু হয়েছিল- ৩০ জনের। চিকিৎসাধীন রোগীর সংখ্যা, সামান্য কমে হয়েছে-১৫ হাজার ৬৩৬। আরোগ্যের হার- ৯৮ দশমিক ৭/৫ শতাংশই রয়েছে। দেশে এ’পর্যন্ত ১৮৭ কোটি ৯৫ লক্ষ ৭৬ হাজারের’ও বেশী টিকার ডোজ দেওয়া হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট