টানা পনেরো দিন বন্ধ থাকার পর, আজ থেকে উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর দিয়ে উড়ান চলাচল শুরু হয়েছে। সকাল আটটা কুড়ি মিনিটে দিল্লি বাগডোগরা রুটের বিমান প্রথম রানওয়েতে নামে। এরপরে সূচী অনুযায়ী বিমান চলাচল করে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। তবে, রানওয়ের দুই পাশে নিকাশি নালার কাজের জন্য বিকাল পাঁচটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবহাওয়া খারাপ বা দৃশ্যমানতা কম হলে উড়ান বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে বলে জানান হয়েছে।
পনেরো দিন বন্ধ থাকার পর বাগডোগরা বিমানবন্দর দিয়ে উড়ান চলাচল শুরু
মঙ্গলবার,২৬/০৪/২০২২
520