কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে অবস্থানরত মেধা তালিকাভুক্ত SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে আজ ABTA-র শিক্ষকরা দেখা করেন। অভয় ঘোষাল,রামদেব চক্রবর্তীর নেতৃত্বে ABTA-র এক প্রতিনিধি দল আন্দোলনরত চাকরিপ্রার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সব সময় পাশে থাকার আশ্বাস দেন। প্রতিনিধি দলটি শহীদ মিনারের পাশে অনশন কর্মসূচিতে থাকা ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন এর মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের সঙ্গেও দেখা করেন।
অবস্থানরত SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে আজ ABTA-র শিক্ষকরা দেখা করেন
সোমবার,২৫/০৪/২০২২
2379