বাংলা, জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির সেমিফাইনালে


সোমবার,২৫/০৪/২০২২
469

বাংলা, জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির সেমিফাইনালে উঠেছে। কেরালার মালাপ্পুরামে গতকাল বাংলা, গ্রুপ লীগে তাদের শেষ ম্যাচে 3 – 0 গোলে রাজস্থানকে হারিয়ে দেয়। দুটি গোল করেন ফারদিন আলি মোল্লা। সুজিৎ সিং একটি গোল করেন। ফারদিন ম্যাচের সেরা হয়েছেন।বাংলা চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ এ’র দ্বিতীয় দল হিসেবে শেষ চারে গেল।কেরালা, চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট