কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণ যোগ্য শক্তি মন্ত্রী আর কে সিং ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন গতকাল হরিয়ানার গুরুগ্রামে আন্তর্জাতিক সৌরজোটের সচিবালয় পরিদর্শন করেন। সেখানে তাঁরা সৌরশক্তি উন্নয়নের শিল্প প্রতিনিধিদের উপস্থিতিতে ভাষন দেন।আর কে সিং বলেন ভারত জ্বালানি শক্তি রুপান্তরের ক্ষেত্রে বিশ্বজনীন উদ্যোগকে স্বীকার করে। সব দেশের এখন উচিত পারস্পরিক সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতে এগিয়ে আসা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত ও ইউরোপীয় কমিশন একসঙ্গে কাজ করছে। উল্লেখ্য আর কে সিং হলেন আন্তর্জাতিক সৌরজোটের প্রেসিডেন্ট।
হরিয়ানার গুরুগ্রামে আন্তর্জাতিক সৌরজোটের সচিবালয় পরিদর্শন
সোমবার,২৫/০৪/২০২২
546