বেঙ্গালুরুতে শুরু হয়েছে, ‘খেলো ইন্ডিয়া’ ইউনিভার্সিটি গেম্স।গতসন্ধ্যায় এক বর্ণ্যাঢ্য অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি এম. বেঙ্কাইয়া নাইডু, এর উদ্বোধন করেন। সারা দেশের ২০০টি বিশ্ববিদ্যালয়ের চার হাজারের বেশী ক্রীড়াবিদ, ১০ দিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। উদ্বোধনী ভাষণে উপরাষ্ট্রপতি, ভারতীয়দের ক্রীড়া দক্ষতার উল্লেখ করে বলেন, উপযুক্ত সুযোগ পেলে, তারা তাদের দক্ষতা প্রমাণ করতে পারেন।কাবাডি, খো-খো’র মতো দেশীয় ক্রীড়াকে উৎসাহিত করার ওপরেও জোর দেন তিনি।
বেঙ্গালুরুতে শুরু হয়েছে, ‘খেলো ইন্ডিয়া’
সোমবার,২৫/০৪/২০২২
426