মাঝে মাঝে বৃষ্টি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষকে প্রচন্ড গরম থেকে কিছুটা স্বস্তি দিলেও, রাজ্যের বাদবাকি অংশ জ্বলছে তীব্র দাবদাহে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে- পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়, পশ্চিম মেদিনীপুর, মালদা ও উত্তর ২৪ পরগণায় গতকাল তাপপ্রবাহ অনুভূত হয়েছে। আসানসোল, শ্রীনিকেতন, মালদা, দমদম এবং মেদিনীপুরে সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল- স্বাভাবিকের চার দশমিক ৫’ থেকে চার দশমিক ৭’ডিগ্রি ওপরে। কলকাতাতেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি- ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে- ২৮ দশমিক ৩’ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে। আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকার সম্ভাবনা বলে পূর্বাভাস।
আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকার সম্ভাবনা
সোমবার,২৫/০৪/২০২২
806