আয়কর দফতর ২০২১-২২ আর্থিক বছরে এ রাজ্য থেকে রেকর্ড ৫৫ হাজার ৫৮৮ কোটি টাকা কর সংগ্রহ করেছে। যা ২০২০-২১ অর্থ বছরের তুলনায় ৪৩.৩ শতাংশ বেশি। কর্পোরেট কর আদায়ে উল্লেখযোগ্য সাফল্যের কারণেই কর সংগ্রহ বেড়েছে বলে দফতরের তরফে জানানো হয়েছে। গত আর্থিক বছরে আয়কর সংগ্রহের নিরিখে রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ নবম স্থানে রয়েছে। এই সময় রাজ্য থেকে আদায় হওয়া কর্পোরেট করের পরিমান ৩২ হাজার ৪৯৫ কোটি টাকা। এই প্রথম রাজ্য থেকে আদায় হওয়া কর্পোরেট করের পরিমাণ ৩০ হাজার কোটি টাকার সীমা অতিক্রম করল। কর আদায় গোটা দেশের মধ্যে এরাজ্যের স্থান নবম। প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র,কর্ণাটক এবং দিল্লি।
রাজ্য থেকে রেকর্ড ৫৫ হাজার ৫৮৮ কোটি টাকা কর সংগ্রহ
মঙ্গলবার,১৯/০৪/২০২২
618