নদীয়ার হাঁসখালি গণধর্ষণ ও খুনের মামলায় কলকাতা হাইকোর্ট, CBI-কে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ, রাজ্য পুলিশকে অবিলম্বে মামলার নথিপত্র সিবিআই-এর হাতে তুলে দিতে বলেছে। আদালতের নজরদারিতে সিবিআই-কে এই তদন্তের কাজ করতে হবে। দোসরা মে’-এর মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট, কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, পুলিশ সেখানে যে তদন্ত করছে, সেখানে কোথাও একটা তথ্য-প্রমাণ লোপাটের আশঙ্কা থেকে যাচ্ছে। অভিযুক্ত, শাসক দলের প্রভাবশালী নেতার ছেলে। আদালত সেক্ষেত্রে চোখ বন্ধ করে থাকতে পারে না। কোথাও পোস্টমর্টেমের রিপোর্ট নেই, ডেথ সার্টিফিকেট নেই। গণধর্ষণের ঘটনায় পারিপার্শ্বিক বিষয় খতিয়ে দেখে, মানুষের যাতে প্রশাসনের প্রতি আস্থা থাকে, সেই কারণে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ব’লে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্ট, সম্প্রতি পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দিলো।
হাঁসখালি গণধর্ষণ ও খুনের মামলায় তদন্ত CBI-কে
বুধবার,১৩/০৪/২০২২
644