যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল শিয়ালদা ও পুরীর মধ্যে এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ০৩১০৫ শিয়ালদা – পুরী স্পেশাল ট্রেন আগামী বুধবার শিয়ালদা থেকে রাত ১১ টা ৫০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৯ টা ৩৫ মিনিটে পুরী পৌঁছাবে। এবং ০৩১০৬ পুরী – শিয়ালদা স্পেশাল ট্রেন, পুরী থেকে আগামী বৃহস্পতিবার দুপুর দুটোয় পুরী থেকে রওনা দিয়ে রাত ১২ টা ৪০ মিনিটে শিয়ালদা পৌঁছাবে বলে পূর্ব রেল সূত্রের খবর। শিয়ালদা ও পুরীর মধ্যে আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জয়পুর কে রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে। আগামী রবিবার থেকে আসন সংরক্ষণ করা যাবে। তবে তৎকাল কোটা এবং কোনও ছাড়ের বুকিং গ্রহণযোগ্য নয় বলে রেল সূত্রের খবর।
শিয়ালদা ও পুরীর মধ্যে এক জোড়া স্পেশাল ট্রেন
শনিবার,০৯/০৪/২০২২
8679