আলিয়া বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের সমস্ত ক্যাম্পাসে তৃণমূলের গুন্ডা রাজের বিরুদ্ধে, IISER কলকাতার গবেষক শুভদীপ এর প্রাতিষ্ঠানিক হত্যার বিরুদ্ধে ও প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের হত্যার বিচারের দাবিতে আজ বাম ছাত্র সংগঠন SFI এর রাজ্য কমিটির ডাকে শ্যামবাজার নেতাজি মূর্তি থেকে কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তি অবধি বিক্ষোভ মিছিল করে এবং মিছিল এর শেষে সভা হয়। SFI এর রাজ্য সহ সভাপতি আতিফ নিসার সহ সম্পাদক শুভ জিত সরকার সহ SFI এর নেতৃবৃন্দ কর্মসূচিতে যোগ দেন।
ক্যাম্পাসে তৃণমূলের গুন্ডা রাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
শনিবার,০৯/০৪/২০২২
1137