প্রধানমন্ত্রীর সাগরমালা প্রকল্পের অধীন হলদিয়া বন্দরে জাহাজে পণ্যবাহী কন্টেইনার উঠানো-নামানোয় আরো গতি বৃদ্ধির জন্য ভিয়েতনাম থেকে আনা হলো নতুন ‘রেল মাউন্টেড কিউ ক্রেন’ RMQC। ৬৫ কোটি টাকা খরচে প্রায় সাততলা বাড়ির সমান উঁচু বিশাল আকারের ক্রেনটি ভিয়েতনাম থেকে ‘জাম্বো জাভেলিন’ নামে জাহাজে গতকাল বিকেলে হলদিয়া বন্দরে এসে পৌঁছেছে। বন্দরের জেনারেল ম্যানেজার (ট্রাফিক) অভয় কুমার মহাপাত্র বলেন, হলদিয়া ডকের ১০ ও ১১ নম্বর বার্থের মাঝামাঝি স্থানে ক্রেনটি বসানো হবে। এর ফলে বন্দরে এই ধরণের তিনটি ক্রেন হল। এখন বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা রয়েছে বার্ষিক এক লক্ষ আশি হাজার কন্টেইনার। নতুনটি আসায় ক্ষমতা ৮০ থেকে ৯০ হাজার ইউনিট বেড়ে যাবে।
ভিয়েতনাম থেকে আনা হলো নতুন ‘রেল মাউন্টেড কিউ ক্রেন’
শুক্রবার,২৫/০৩/২০২২
454