এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা


বুধবার,২৩/০৩/২০২২
653

এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা। মূল্যবৃদ্ধি ঘটেছে পেট্রোল ডিজেল কেরোসিন সহ একাধিক পেট্রোপণ্যের। পাঁচ রাজ্যের ভোট মিটতে না মিটতেই এই মূল্যবৃদ্ধিতে সোচ্চার হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। রান্নার গ্যাস ও পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দিল্লিতে সংসদে সোচ্চার হয়েছে তৃণমূলের সাংসদরা। কলকাতায় রাজপথে নেমে প্রতিবাদে সরব হয়েছেন মহিলা তৃণমূলের সদস্যরা। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর নেতৃত্বে মঙ্গলবার এক্সাইড মোড় থেকে গান্ধী মূর্তি পর্যন্ত প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। মিছিলে অংশগ্রহণ করেন শশী পাঁজা, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিনের নতুন মন্ত্রীরা। ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন দক্ষিণ কলকাতার সংসদ মালা রায় সহ তৃণমূলের অনেক মহিলা বিধায়ক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট