ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি মতাে জলবণ্টন শুরু হতেই ফরাক্কায়,গঙ্গার জলে টান


বৃহস্পতিবার,১৭/০৩/২০২২
1620

ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি মতাে জলবণ্টন শুরু হতেই ফরাক্কায়,গঙ্গার জলে টান পড়েছে। জল সঙ্কটে ফারাক্কা এনটিপিসির বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত যাতে না ঘটে তাই বিকল্প ব্যাবস্থা হিসেবে ৪০ টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবমার্সিবিল পাম্প লাগানো হয়েছে। ফরাক্কা থেকে এ রাজ্য বিদ্যুৎ পায় ৩৩শতাংশ। গরমের সময় পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যেই বিদ্যুতের চাহিদা বেশি হয়।তাই ফরাক্কার প্রতিটি ইউনিটে ৫ শতাংশ করে বেশি বিদ্যুৎ উৎপাদন করা শুরু হয়েছে।গরমের সময় তা বহাল রাখতেই পাম্প দিয়ে ইনটেক ক্যানাল থেকে জল নেওয়া হবে বলে ফারাক্কা এন টি পিসি’র চিফ জেনারেল ম্যানেজার শ্রী সঞ্জীব কুমার জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট