জলপাইগুড়ি : পরীক্ষা শেষ। জাতীয় সড়কের মাঝে ডিজে বাজিয়ে চলছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের উল্লাস। সঙ্গে বাজি, পটকা। আর উদ্দাম নাচ। ধূপগুড়ি-ফালাকাটা রাজ্য সড়ক জুড়ে সাইকেল নিয়ে হাজির হয় প্রায় একশো ছাত্র। তাল কাটল পুলিশের উপস্থিতিতে। মঙ্গলবার বিকেলে ধূপগুড়ি শহরের বুকে এই ঘটনায় হতবাক ধূপগুড়িবাসী। ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের পরীক্ষার সিট পড়েছিল বৈরতিগুড়ি হাইস্কুলে। পরীক্ষা শেষে বেশ কয়েকশো ছাত্র রীতিমতো রাস্তার উপর দিয়ে বিপজ্জনকভাবে ডিজে বক্স বাজিয়ে উল্লাস করে বাড়ি ফিরছিল। সেইসঙ্গে চলছিল আবির খেলা এবং বাজি পটকা ফাটানো। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ধূপগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ এসে সেই সাউন্ড বক্স বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়।
ডিজে বাজিয়ে চলছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের উল্লাস
বুধবার,১৬/০৩/২০২২
1048