গ্রামে বহু ক্ষেত্রেই মন্দিরে বিয়ে দেওয়ার রেওয়াজ আছে। সেই মতো শীতলা গ্রাম থেকে গাড়ি করে বাঁকুড়া এক্তেশ্বরে শিবের মন্দিরে বিয়ে দিতে যাচ্ছিলেন একটি পরিবার। যাওয়ার পথে বরের গাড়িটি শীতলা শিবের বাঁধপুকুরের পাড়ে রাখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যায়। সেই সময় তিনজন গ্রামবাসী স্নান করছিলেন। গাড়িটি পুকুরে পড়ে যেতে দেখে তাঁরা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। গাড়িতে থাকা পাঁচজনকেই উদ্ধার করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচান। গাড়িটি জলে তলিয়ে গিয়েছিল। পরে জেসিবি দিয়ে পুকুর থেকে তোলা হয়।
বরযাত্রী নিয়ে পুকুরে গাড়ি
মঙ্গলবার,১৫/০৩/২০২২
892