আনিসের দাদাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে, গতকাল আমতা থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ তিলজলা থেকে সারওয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে। হাওড়া গ্রামীন পুলিশ সুপার এখবর জানিয়ে বলেন, বেআইনি টেলিফোন এক্সচেঞ্জ থেকে ফোন করা হতো।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ তাকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে। আনিসের দাদা ফোনে হুমকি পাওয়াতে, কিছুদিন আগে আমতা থানায় অভিযোগ জানিয়েছিলেন।
আনিসের দাদাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার
সোমবার,০৭/০৩/২০২২
5446