এইমস কল্যাণীতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল নার্সিং-এর পঠন-পাঠন। এর উদ্বোধন করেন এইমস কল্যাণীর প্রেসিডেন্ট চিত্রা সরকার। চার বছরের এই বিএসসি অনার্স (নার্সিং) কোর্সের প্রথম বর্ষে ৬০টি আসনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে ৫৭জন পড়ুয়া ইতিমধ্যে ভর্তি হয়েছেন। শিক্ষক রয়েছেন ২৩জন। এইমস কল্যাণীর অধিকর্তা রামজি সিং বলেন, পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি ট্রেনিং এইমস কল্যাণীর আন্তঃবিভাগে করবেন। দ্রুত এইমস কল্যাণীর আন্তঃবিভাগ বা আইপিডি চালু করা হবে।
কল্যাণীতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল নার্সিং-এর পঠন-পাঠন
মঙ্গলবার,০১/০৩/২০২২
673