মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি কালভার্টের নিচ থেকে আজ সকালে এক সদ্যোজাত শিশু কন্যাকে উদ্ধার করা হয়েছে।একজন ফেরিওয়ালা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। উদ্ধারকারী ফেরিওয়ালা জানিয়েছেন তিনি ওই শিশুকন্যাটিকে দত্তক নিতে চান।তার চার ছেলে রয়েছে কোন মেয়ে নেই। তাই তিনি এই শিশুকন্যাটিকে তার বাড়িতে নিয়ে যেতে চান।তবে, ভালুকা ফাঁড়ির এ-এস-আই মোঃ তোফাজ্জল হোসেন জানিয়েছেন,এলাকার একটি কালভার্টের নিচ থেকে ওই বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে এখন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি কি ভাবে বাচ্চাটি ওখানে এল।এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানায় রিপোর্ট করা হয়েছে।
কালভার্টের নিচ থেকে সদ্যোজাত শিশু কন্যাকে উদ্ধার
সোমবার,২৮/০২/২০২২
624