মুম্বাই বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, ইউক্রেন থেকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা ভারতীয় নাগরিকদের স্বাগত জানাবেন।কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এক ট্যুইট বার্তায় জানিয়েছেন “সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মিশন মোডে কাজ করছে,”। জাহোনি ক্রসিং দিয়ে ইউক্রেন থেকে ভারতীয় ছাত্র-ছাত্রীদের প্রথম ব্যাচ হাঙ্গেরিতে প্রবেশ করেছে।হাঙ্গেরির ভারতীয় দূতাবাস জানিয়েছে, ছাত্র-ছাত্রীরা এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ভারতে ফেরার জন্য বুদাপেস্টের দিকে যাচ্ছে। হাঙ্গেরির জাহোনি-উজোরোড সীমান্ত ক্রসিং দিয়ে ইউক্রেন থেকে ভারতীয়দের সরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র বাস বা ভ্যানে পারাপার করার অনুমতি রয়েছে,হেঁটে পারাপার করার অনুমতি নেই।
ছাত্র-ছাত্রীরা এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ভারতে ফেরার জন্য
শনিবার,২৬/০২/২০২২
1609