বাংলাদেশ ১ কোটি মানুষকে Covid19 টিকা প্রদানের জন্য বিশেষ অভিযান শুরু করেছে। দেশব্যাপী এই অভিযানটি আগে একদিনের জন্য ঘোষণা করা হয়েছিল তবে টিকা কেন্দ্রে প্রচুর লোকের ভিড়ের কারণে, কর্মসূচি আরও দুই দিন বাড়িয়ে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
১ কোটি মানুষকে Covid19 টিকা প্রদানের জন্য বিশেষ অভিযান
শনিবার,২৬/০২/২০২২
616