ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে এ রাজ্যের নদীয়ার মাজদিয়ার ষষ্ঠীতলা পাড়ার অরিন্দম বিশ্বাস আটকে পড়েছে। ২০১৮ সালে মেডিকেল পড়তে ইউক্রেনে পাড়ি দিয়েছিল। গত মাসে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট সংরক্ষণ করলেও যুদ্ধ পরিস্থিতির জন্য বিমান পরিষেবা বন্ধ করে দেয় ইউক্রেন সরকার। সে কারণেই তাঁর বাড়ি ফেরা হয়নি। এজন্যই তাঁর পরিবারের লোকজনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। গোটা পরিবার এখন টিভির পর্দায় চোখ রাখছে। আর ঘরের ছেলে ঘরে ফিরে ফেরানোর উপযুক্ত ব্যবস্থা ভারত সরকার করুক এটাই তাঁদের প্রার্থনা।
ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে নদীয়ার মাজদিয়ার ষষ্ঠীতলা পাড়ার অরিন্দম বিশ্বাস আটক
শুক্রবার,২৫/০২/২০২২
1710